লাকসাম উপজেলার ৭১৩০ কার্ডধারীদের মধ্য হতে বর্তমানে ৭০৩৩ জন খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাচ্ছে। বাকী ৯৭ জন ভোক্তা “ভি ডব্লিউ বি’র কারণে এবং ০২ জন ভোক্তার ছবি না তোলার কারণে বাদ পড়ছে।
নতুন তালিকা ভূক্ত ভোক্তাগণ ডিজিটাল সেন্টার স্বশরীরে উপস্থিত হয়ে ছবি তুলতে হবে ।ভিডব্লিউবি (ভিজিডির কারণে) বাদ পড়ছে তাদের স্থলে নতুন ভোক্তার নাম দিয়ে আবার তালিকা তৈরি করে ( প্রেরিত ১৬ কলামে এমএস এক্সেল ইউনিকোডে নিকস ফন্টে তৈরি করে সফটকপি/ হার্ডকপি) প্রেরণ করতে হবে। শুধুমাত্র যে কার্ড নম্বর বাদ পড়ছে ঠিক সেই কার্ড নম্বর লিখে ক্রমিকের ঘরে কার্ড নং লিখতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস