Wellcome to National Portal

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, লাকসাম, কুমিল্লা কার্যালয়ের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খাদ্যবান্ধব কর্মসূচীর ভোক্তাদের ডিজিটাল ডাটাবেজে বাদপড়া ভোক্তার স্থলে নতুন ভোক্তা অন্তর্ভূক্তিকরণ প্রসঙ্গে।
বিস্তারিত

লাকসাম উপজেলার ৭১৩০ কার্ডধারীদের মধ্য হতে বর্তমানে ৭০৩৩ জন খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাচ্ছে। বাকী ৯৭ জন ভোক্তা “ভি ডব্লিউ বি’র কারণে এবং ০২ জন ভোক্তার ছবি না তোলার কারণে বাদ পড়ছে।

নতুন তালিকা ভূক্ত ভোক্তাগণ ডিজিটাল সেন্টার স্বশরীরে উপস্থিত হয়ে ছবি তুলতে হবে ।ভিডব্লিউবি (ভিজিডির কারণেবাদ পড়ছে তাদের স্থলে নতুন ভোক্তার নাম দিয়ে আবার তালিকা তৈরি করে ( প্রেরিত ১৬ কলামে এমএস এক্সেল ইউনিকোডে নিকস ফন্টে তৈরি করে সফটকপিহার্ডকপিপ্রেরণ করতে হবে। শুধুমাত্র যে কার্ড নম্বর বাদ পড়ছে ঠিক সেই কার্ড নম্বর লিখে ক্রমিকের ঘরে কার্ড নং লিখতে হবে।

প্রকাশের তারিখ
16/05/2024
আর্কাইভ তারিখ
31/08/2024