Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, লাকসাম, কুমিল্লার থেকে প্রাপ্ত সেবাসমূহের তালিকা।

ক্রমিক নং-

সেবার নাম

বিবরণ

০১।

বিভিন্ন লাইসেন্স প্রদান

খাদ্যশস্য ব্যবসায়ীদের মাঝে, খুচরা/ পাইকারী, অটোমেটিক রাইস মিল, হাস্কিং রাইসমিল, ময়দামিল, আটাচাক্কি, খাদ্যবান্ধব ডিলার, ওএমএস ডিলার লাইসেন্স প্রদান ও নবায়ন করণ ।

০২।

ধান/ চাল সংগ্রহ

সংগ্রহকালীন সময়ে সরাসরি কৃষকের আ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ এবং চাল সংগ্রহকালীন সময়ে চুক্তিকৃত মিল হইতে সিদ্ধ/ আতপ চাল সংগ্রহ করা হয়।

০৩।

সংগ্রহকৃত ধান/ চালের বিল পরিশোধ

ধান/চালের বিল WQSC এর মাধ্যমে সরাসরি ব্যাংক হইতে পরিশোধ করা হয়।

০৪।

খাদ্যবান্ধব এবং ওএমএস চাল/ 

আটা বিতরণ

বাজার মূল্য স্থিতিশীল রাখতে ওএমএস এবং কর্মভাবকালীন সময়ে খাদ্যবান্ধব চাল বিতরণ করা হয়।

০৫।

বাজার পরিদর্শন ও মনিটরিং

বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ রোধকল্পে বিভিন্ন বাজার পরিদর্শন ও মনিটরিং করা হয়।

০৬।

বিভিন্ন ত্রানখাতে খাদ্যসশ্য বিতরণ।

উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে বিভিন্ন ত্রানখাতে ডিও ইস্যু করা হয়।